বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনা রোগীদের শরীরে ‘সেপসিভ্যাক’ প্রয়োগ শুরু

Paris
এপ্রিল ৩০, ২০২০ ১২:২৩ অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্তদের ওপর ‘সেপসিভ্যাক’ ওষুধ পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে ভারতের চণ্ডীগড়ের পিজিআইএমইআর। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওষুধ হিসেবে প্রয়োগের পাশাপাশি করোনা আক্রান্ত কিন্তু উপসর্গ নেই, এমন রোগীর প্রতিষেধক হিসেবে এটি দেওয়া হয়েছে। ওইসব রোগীদের শরীরে যেন উপসর্গ দেখা না দেয়, কারণে সেপসিভ্যঅক ব্যবহার করা হচ্ছে বলেও জানানো হয়।।

এরই মধ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৪ মে থেকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই কিভাবে চালানো হবে, সে ব্যাপারে নির্দেশিকা শিগগিরই প্রকাশ করা হবে। করোনা-মুক্ত জেলাগুলিতে ওই দিন থেকে আরো বেশি ছাড় দেওয়ার কথাও জানানো হয়েছে।

এদিকে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩৩ হাজার ৬২ জন এবং মারা গেছে এক হাজার ৭৯ জন। আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমানোর ব্যাপারে গত সপ্তাহেই সেপসিভ্যাক ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতের বিশেষজ্ঞরা বলছেন, ‘গ্রাম নেগেটিভ সেপসিস’ ও করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে অনেকটা একই রকমের উপসর্গ দেখা যায়। দু’টি ক্ষেত্রেই কোষের অভ্যন্তরে থাকা ‘সাইটোকাইন’ প্রোটিন অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে।

ফলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ভারসাম্য হারিয়ে যায়। উপসর্গের মিলের কথা মাথায় রেখেই করোনা আক্রান্তদের ওপর সেপসিভ্যাক ব্যবহার করা হচ্ছে।

পিজিআইএমইআর-এর পক্ষ থেকে পরীক্ষামূলক প্রয়োগের দায়িত্বে থাকা চিকিৎসক রাম বিশ্বকর্মা জানান, আক্রান্ত যেসব রোগীর উপসর্গ নেই, তাদের শরীরে যাতে উপসর্গ আর না দেখা যায়, সেজন্য প্রতিষেধক হিসেবে তাদেরও সেপসিভ্যাক দেওয়া হয়েছে। মাস তিনেকের মধ্যে তার ফল জানা যাবে।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক