করোনা : রাজশাহী বিভাগে বেড়েই চলেছে শনাক্ত রোগীসহ মৃতের সংখ্যা

ছবিতে রাজশাহী বিভাগের আটটি জেলার মানচিত্র

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩জন রোগী মারা গেছেন । এই সময়ের মধ্যে নতুন শনাক্ত হয়েছে আরো ১৮৭ জন। এনিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা এখন ১২ হাজার ৭৭৫ জন।

আজ শুক্রবার (৩১ জুলাই) রাজশাহীর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪ ঘন্টায় আরো ২২৭ জনসহ মোট সুস্থদের সংখ্যা এখন ৬ হাজার ৮৬৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন মোট ১৭২ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১ হাজার ২১৩ জন।

গত ২৪ ঘন্টায় ৩জন মৃতদের মধ্যে বগুড়াতেই ২জন এবং রাজশাহীতে ১জন। এদিকে বিভাগে এপর্যন্ত করোনা আক্রান্ত মোট ১৭২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে, রাজশাহী জেলায় ২৪জন, বগুড়ায় ১০৪, পাননায় ৯, নওগাঁয় ১৪, সিরাজগঞ্জে ১১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬ জন, জয়পুরহাটে ৩ জন এবং নাটোরে মোট ১জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে রাজশাহীতে ৮৯জন, বগুড়ায় ৭৪জন, নাটোরে ১৪ জন, সিরাজগঞ্জে ৮ ও জয়পুরহাটে ২ জন রোগী শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেহভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। পাবনার ল্যাবটি চালুর পর্যায়ে রয়েছে।

জানা গেছে, বিভাগের সর্বোচ্চ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮১১ জন। পরের অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ৩ হাজার ১৪৪ জন। তৃতীয় অবস্থানে সিরাজগঞ্জে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯২ জন।

এছাড়া নওগাঁ জেলায় ৯৩৬, চাঁপাইনবাবগঞ্জে ৪৪৮ জন, নাটোরে ৪৯১ জন, পাবনা ৮৪৩ জন এবং জয়পুরহাটে ৭১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

স/রা