করোনা : রাজশাহী জেলায় শনাক্ত রোগীর সংখ্যা কমেছে

নিজস্ব প্রতিবেদক :
গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৩ জন| শনাক্তের দিক থেকে যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। এসময়ের মধ্যে মারা গেছেন রাজশাহী নগরীর আরো ১জন করোনা আক্রান্ত রোগী।

বুধবার (৫ আগস্ট) রাজশাহী জেলার সিভির সার্জনের দেয়া নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জেলায় এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৩২৩ জন। এদের মধ্যে নগরীতেই (সিটি কর্পোরেশন এলাকা) অবস্থান করছে সিংহভাগ রোগী। এদিকে শনাক্তদের মধ্যে মারা গেছেন ২৮জন।

প্রতিবেদনে জানানো হয়, মোট শনাক্তের ২ হাজার ৫০৫ জন রোগী অবস্থান করছে রাজশাহী নগরীতে। এছাড়া বাঘা উপজেলায় ৭২ জন, চারঘাটে ৯২জন, পুঠিয়ায় ৭৬, দুর্গাপুরে ৫৮, বাগমারায় ৬৬, মোহনপুরে৯৫, তানোরে ৮৭, পবায় ২০৫ ও গোদাগাড়ীতে ৮০ জন রোগী শনাক্ত হয়েছে।

করোনা শনাক্ত রোগীদের মধ্যে এপর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৩ জন। এদের মধ্যে ১ হাজার ২১৪ জন নগরীর, বাঘার ২০জন, চারঘাটের ৩৪, পুঠিয়ার২১, দুর্গপুরের ২১, বাগমারার ৫, মোহনপুরের ৫৫, তানোরের ৪২, পবার ৮৮ ও গোদাগাড়ীর ২৩ জন।

এদিকে করোনায় আক্রান্ত ২৮ জন মৃতের মধ্যে নগরীর ১৩জন, পবা উপজেলায় ৭জন, বাঘা উপজেলার ১, চারঘাটে ২, পুঠিয়ায় ১, মোহনপুরে ১ এবং গোদাগাড়ীতে ৩ জন মারা গেছেন। তবে দুর্গাপুর, বাগমারা ও তানোরে করোনা আক্রান্ত কোন রোগী মারা যায়নি।

স/রা