করোনা মহামারি শিগগির শেষ হচ্ছে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান যখন এই সতর্কবার্তা দিচ্ছেন, যখন ইউরোপে ব্যাপকভাবে করোনার সংক্রমণ বাড়ছে। গতকাল ফ্রান্সে সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৫ লাখ। আর আজ বৃহস্পতিবার সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৬ হাজার। জার্মানিতে গতকাল সংক্রমণ ছিল ৯৫ হাজার। আজ সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ২১ হাজারের বেশি। জার্মান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৭০ শতাংশই অমিক্রনে আক্রান্ত।

ইউরোপের পরিস্থিতি তুলে ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবাতায় বলা হচ্ছে, আগামী মার্চ নাগাদ ইউরোপে বসবাসরত ব্যক্তিদের অর্ধেক অমিক্রনে আক্রান্ত হতে পারেন। এই মহাদেশের হাসপাতালগুলোও তখন ভর্তি থাকতে পারে রোগীতে। সূত্র: রয়টার্স