করোনা: ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

করোনাভাইরাসের সংক্রমণ কোনো মতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না ভারত। বৃহস্পতিবার করোনার উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে দেশটি।

এবার শুক্রবার দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হলো।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৭ হাজার ৯৬৪ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যা এ পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। মৃত্যুর সংখ্যাও রেকর্ড গড়েছে শুক্রবার। এদিন মারা গেছে ২৬৫ জন।

ভারতে সবচেয়ে বেশি করোনার থাবা পড়েছে মহারাষ্ট্রে। এরপরই যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি এবং গুজরাটের অবস্থান।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৬৮২ জন আক্রান্ত হয়েছে। এদিন মারা গেছে ১১৬ জন। রাজ্যটিতে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৬২ হাজার ২২৮ জন। এ পর্যন্ত মারা গেছে ২ হাজার ৯৮ জন

দ্বিতীয় অবস্থান থাকা তামিলনাড়ু রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

আক্রান্তের হার পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায়ও উদ্বেগজনক।

পশ্চিমবঙ্গের নতুন করে ২৭৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮১৩ জনে। এদিন মারা গেছেন ৭ জন। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত করোনায় ৩০২ জন মারা গেছে।

আন্তর্জাতিক ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ৯৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৬২৭ জন। হাসপাতালে ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ৮৬ হাজার ১৫৬ জন। এদের মধ্যে ৮ হাজার ৯৪৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

 

সুত্রঃ যুগান্তর