করোনা: প্রেমতলী খেতুরী ধামে পূজা আর্চনা ছাড়া সকল কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক:


করোনা মহামারীতে স্বাস্থ্য ঝুঁকির কারণে পূজা আর্চনা ছাড়া অন্য সকল কার্যক্রম এবছর গোদাগাড়ীর প্রেমতলীতে শ্রী পাট খেতুরী ধামের শ্রী কৃষ্ণা পঞ্চমী মহোৎসবে বন্ধ থাকবে। এনিয়ে আজ বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শ্রী শ্রী গৌরঙ্গঁদেব ট্রাস্ট বোর্ড এ তথ্য জানান।

লিখিত বক্তব্য পাঠ করেন- শ্রী শ্রী গৌরঙ্গঁদেব ট্রাস্ট বোর্ডের সভাপতি প্রফেসর ড. মদন মোহন দে।

এসময় তিনি জানান- করোনা মহামারীতে স্বাস্থ্য ঝুঁকির কারণে আগামী ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত গোদাগাড়ীর প্রেমতলী শ্রী পাট খেতুরী ধামের শ্রী কৃষ্ণা পঞ্চমী উৎসবে মন্দিরের সকল গেট বন্ধ থাকবে। মন্দির চত্বরে হরিনাম সংকীর্ত্তনসহ  ধর্মীয় পূজা আর্চনা ছাড়া অন্য সকল কার্যক্রম বন্ধ থাকবে। মন্দিরের বাহিরে কোন কীর্ত্তনের প্যান্ডেল, অস্থাীয় দোকান বা অনুষ্ঠানাদি করা যাবে না।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়- কয়েক লাখ ভক্তবৃন্দের সমাগম হলে করোনা সংক্রামন ঝুঁকি বাড়তে পারে।  তাই আমরা কারো ধর্মীয় অনভূতিতে আঘাত দিতে চাই না, আবার কারো অকাল মৃত্যুও চাই না। আবেগ ত্বারিত না হলে জীবন রক্ষার করাই বড় ধর্ম। এছাড়া করোনা ভ্যাক্সিন সাধারণ মানুষের নাগালে না পৌঁছাচ্ছে, ততদিন পর্যন্ত ভক্ত সমাগম না ঘটানোর পক্ষপাতি এই বোর্ড।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শ্রী শ্রী গৌরঙ্গঁদেব ট্রাস্ট বোর্ডের সদস্য বিকাশ সরকার, সুনন্দন দাশ রতন, গণেষ কুমার ঘোষ, বাবু মন্ডল বাবু প্রমুখ।

স/আ