বৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনা: পশ্চিমবঙ্গে একদিনেই শনাক্ত ১৪ হাজার

Paris
জানুয়ারি ৬, ২০২২ ৮:৪১ পূর্বাহ্ণ

ঠিক ছয় মাস পর গত সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি পার করেছিল। আর এ সপ্তাহের বুধবার সেটি ১৪ হাজার ছাড়িয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তর যে বুলেটিন প্রকাশ করে, তা অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ২২ জন। কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৭০ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪০ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১৭ জনের। এর মধ্যে কলকাতায় এবং উত্তর ২৪ পরগনায় প্রাণ গেছে পাঁচ জন করে করোনা রোগীর। এখন পর্যন্ত রাজ্যে কোভিডে মারা গেছেন ১৯ হাজার ৮২৭ জন। বুধবার সংক্রমণমুক্ত হয়েছেন ৬ হাজার ৪৩৮ জন।

সেখানে করোনা সংক্রমণের হার ২৩.১৭ শতাংশ।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভয় ধরাচ্ছে কলকাতা ও হাওড়ার পরিস্থিতি। মাত্র সাত দিনে কলকাতা শহরে কোভিড-১৯ সংক্রমণের হার পৌঁছে গেল ৪৪.৫ শতাংশে। পাশের জেলার হাওড়াতেও দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। সেখানে সংক্রমণের হার গত এক সপ্তাহে ৩০.১৪ পৌঁছেছে শতাংশে।

 

সূত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - আন্তর্জাতিক