করোনা পরীক্ষা: ব্যর্থতা ঢাকতে যুক্তরাষ্ট্রে চুপিসারে নমুনা পাঠাল ব্রিটেন

যুক্তরাজ্যে দিনে গড় করোনাভাইরাস পরীক্ষা এক লাখে নিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে দেশটির সরকারকে। এ অবস্থায় পরীক্ষার সংখ্যা বাড়াতে চুপিসারে কয়েক হাজার নমুনা যুক্তরষ্ট্রে পাঠানো হয়েছে।

সানডে টেলিগ্রাফ ও বিবিসির খবরে এমন তথ্য জানা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ গবেষণাগারে সমস্যা দেখা দেয়ায় গত সপ্তাহে ৫০ হাজার নমুনা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছি। স্ট্যানস্টিড বিমানবন্দর থেকে চার্টার্ড ফ্লাইটযোগে এসব নমুনা পাঠানো হয়েছে।

রোগীদের কাছে যত দ্রুত সম্ভব নমুনা পরীক্ষার ফল পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। গত সাত দিনে গড়ে এক লাখ করোনা পরীক্ষায় ব্যর্থ হয়েছে ব্রিটেন।

স্বাস্থ্য ও সামাজিক বিভাগের(ডিএইচএসসি) এক মুখপাত্র বলেন, ব্রিটেনের ভাইরাস পরীক্ষা নেটওয়ার্ক বাড়ানো হচ্ছে।

‘পরীক্ষা প্রক্রিয়ায় নতুন ল্যাবরেটরি নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে। সমস্যা দেখার দেয়ার কারণেই বিদেশে নমুনা পাঠানোর ঘটনা ঘটেছে।’

কমিউনিটি সেক্রেটারি রবার্ট জেনরিক বলেন, ল্যাবে সাময়িক সমস্যা দেখা দেয়ায় কিটগুলো বিদেশে পাঠানো হয়েছে।

বিবিসির অ্যান্ড্রু মার শোতে এসে তিনি বলেন, আমাদের এই উদ্যোগের অর্থ হচ্ছে, কাজটি আমরা করতে চাই।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, ব্রিটেনে করোনায় ৩১ হাজার ৮৫৫ জনের মৃত্যু হয়েছে। যেটা ইউরোপে সর্বাধিক। আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৯ হাজার ১৮৩ জন।