করোনা নিয়েই ১২ দিন অফিস করেছেন ব্যাংক কর্মকর্তা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অগ্রণী ব্যাংকের সিনিয়ার অফিসার সামছুল ইসলাম রাসেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, তিনি গত ১১ জুন টেস্ট করানোর জন্য নমুনা দিয়ে আসেন। কিন্তু রিপোর্ট পান আজ মঙ্গলবার। এ দিকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অফিস করেন সামছুল ইসলাম রাসেল।

আজ দুপুরে হবিগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে তাকে জানানো হয় তার পজিটিভ। উনার করোনা পজিটিভ শুনে আতংকে আছেন অত্র ব্যাংকের সব কর্মকর্তাগণ। শায়েস্তাগঞ্জের অগ্রণী ব্যাংকের প্রচুর গ্রাহক রয়েছেন। গত ১২ দিনে উনার মাধ্যমে যে কত গ্রাহক সংক্রমিত হয়েছে তা বলা যাচ্ছে না।

এ নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বইছে। আক্রান্ত সামছুল ইসলাম রাসেল অগ্রণী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার সিনিয়র অফিসার (লোন সেকশন)। তিনি বাহুবল উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন অগ্রণী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক সিতেশ চন্দ্র দেব।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. মোজ্জামেল হোসেন বলেন, এ বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নিব।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার বলেন, আমি অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে বিষয়টি দেখছি। আমি নিজেই অগ্রণী ব্যাংকের ১৪ জন কর্মচারী ও কর্মকর্তাকে নমুনা দেয়ার জন্য বলেছিলাম। এ ব্যাপারে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিব।

 

সুত্রঃ যুগান্তর