করোনা থেকে সুস্থতার সংখ্যা দেড় লাখ ছাড়ালো

করোনা থেকে সুস্থতার সংখ্যা দেড় লাখ ছাড়ালো

দেশে করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। সোমবার দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৬৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৭৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, এখন পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন। আর মারা গেছে ৩ হাজার ৪৩৮ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ৪ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ২ হাজার ৭২১ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭১৭ জন।

সূত্র ইত্তেফাক