করোনা কেড়ে নিল আরও প্রায় সাড়ে ৮ হাজার প্রাণ

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এরই মধ্যে এই ভাইরাসে প্রাণহানি ৪০ লাখ ৮২ হাজারের ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) মারা গেছে সাড়ে ৮ হাজারের মতো মানুষ।

দৈনিক মৃত্যু তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। বৃহস্পতিবারও করোনার প্রকোপে দেড় হাজারের বেশি মানুষ মৃত্যু হয় লাতিন দেশটিতে। ৫৩ হাজারের মতো মানুষের দেহে নতুনভাবে মিলেছে ভাইরাসটি।

অবশ্য দৈনিক সংক্রমণ শনাক্তের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। ২৪ ঘণ্টায় দেশটির আরও ৫৭ হাজার মানুষের দেহে পাওয়া গেল করোনা। এদিন রাশিয়ায় ৭৯১, ভারতে ৫৪৪ ও কলম্বিয়ায় ৪৯৬ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়।
আমেরিকায় আবারও বাড়ছে দৈনিক মৃত্যু-সংক্রমণ। বৃহস্পতিবারও ৩৩৩ জনের প্রাণহানি দেখল মার্কিন মূলুক। এখন পর্যন্ত বিশ্বে মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ১৮ কোটি ৯৭ লাখ।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন