করোনা উপসর্গে প্রাণ গেলো রাবির রসায়ন বিভাগের ল্যাব সহকারীর

নিজস্ব প্রতিবেদক :

করোনা উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ল্যাব সহকারীর মৃত্যু হয়েছে। বুধবার (১জুলাই) ভোর ৫টার দিকে রাজশাহী মিডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে (৩০ নম্বর) তিনি মারা যান। 

মৃতের নাম মাসুদ রানা (৪৫)। তিনি রাজশাহী নগরীর বালিয়া পুকুর এলাকায় বসবাস করতেন। শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের ভাতিজা। তিনি জানান, বিগত এক সপ্তাহ থেকে মাসুদ রানা জ্বর-সর্দিতে ভুগছিলেন। এর মাঝে তার ডায়াবেটিস বেড়ে যাওয়ায় গত সোমবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর চিকিৎসা শেষে সেখান থেকে আবারো বাসায় নিয়ে আসা হয়। মঙ্গলবার নতুন করে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মিশন হাসপাতালে ভর্তি  করা হয়। সেখানে অক্সিজেনের সমস্যার কারণে রোগীকে রামেক হাসপাতালের ৩০ নম্বর করোনা ওয়াার্ডে নিয়ে আসা হয়। এই ওয়ার্ডে মৃত্যুর সাথে লড়ে বুধবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

রোগীর স্বাজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি করতে ও চিকিৎসা সেবা পেতে তাদেরকে বিশ্বিবিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে অনুরোধ জানাতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।

স্বাস্থ্যবিধি মেনে মৃতের দাফনের ব্যবস্থা করছে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যরা।

স/রা