করোনা আতঙ্ক: রাজশাহী বিআরটিএ’র লাইসেন্স সংক্রান্ত কার্যক্রম বন্ধ 

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রাজশাহী সার্কেলের মেট্রপলিটন ও জেলা এলাকায় ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের পরিক্ষা ও লাইসেন্স সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী রবিবার (২২ মার্চ) থেকে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত বিআরটিএ রাজশাহী সার্কেলের লাইসেন্স সংক্রান্ত সকল কার্যক্রম পর্যন্ত বন্ধ থাকবে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সদর কার্যালয় ঢাকার নির্দেশনা মোতাবেক বিআরটিএ রাজশাহী সার্কেলের লাইসেন্স সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ রাজশাহী সার্কেল কর্তৃপক্ষ।

স/অ