করোনা আতঙ্কে রাজশাহীতে ভার্চুয়াল কোর্ট বর্জন করলেন আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক:

 

কোর্টে অংশগ্রহন বিষয়ে  আজ বুধবার রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভা কক্ষে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত আইনজীবীদের সংখ্যাগড়িষ্ঠ মতামতের ভিত্তিতে ভার্চুয়াল কোর্টে অংশগ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর কারণ হিসেবে আইনজীবীদের প্রযুক্তি ও অবকাঠামোগত সমস্যা ও ভার্চুয়াল কোর্ট পরিচালনার বিষয়ে জ্ঞান না থাকার বিষয় উল্লেখ করা হয়েছে। বুধবার রাজশাহী এডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে একটি সূত্র জানিয়েছে, করোনা আতঙ্কের কারণেই মূলত ভার্চুয়াল কোর্টও বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। কারণ বিচারক অনলাইনে জামিন শুনানী করলেও আইনজীবীদের সবকাজ করতে হচ্ছে আসামিদের নিয়েই। এমনকি ফাইলপত্র নিয়ে দৌড়াদৌড়িও করতে হচ্ছে বিভিন্ন স্থানে। দেশের এই অবস্থায় এসব করতে গিয়ে তাদের মাঝে দেখা দিয়েছে করোনা আতঙ্ক। এ কারণেও কোর্ট বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

স/আর