করোনা আক্রান্ত নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহন নিয়ে দোলাচালের মাঝেই রাফায়েল নাদালের করোনায় আক্রান্ত হওয়ার খবর এলো। টুইটারে এই স্প্যানিশ তারকা নিজেই খবরটি জানিয়েছেন। কোভিড আক্রান্ত হলেও তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন। এখন তার অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ আরও বড় প্রশ্নের মুখে পড়ে গেল।

বাঁ পায়ের চোট সারিয়ে চার মাস পরে কোর্টে ফিরেছেন নাদাল। গত সপ্তাহে আবুধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী টেনিসে খেলেছেন। সেখান থেকে স্পেনে ফেরার পর তার যে পিসিআর পরীক্ষা হয়েছে, তার ফল পজিটিভ এসেছে। আর এক সপ্তাহের মধ্যে বিশেষ বিমানে খেলোয়াড়দের অস্ট্রেলিয়া যাওয়ার কথা।

আবুধাবির টুর্নামেন্টে অ্যান্ডি মারে ও ডেনিস শাপোভালভের কাছে  নাদাল হেরে যান। তারপরেই তিনি জানিয়েছিলেন, বছরের প্রথম গ্র্যান্ড স্লামে তার খেলা অনিশ্চিত। এই বছর ফরাসি ওপেনের সেমিফাইনালে তিনি হেরে যান। তারপর উইম্বলডন, অলিম্পিক ও ইউএস ওপেন থেকে নাম তুলে নিতে বাধ্য হন।

 

সূত্রঃ কালের কণ্ঠ