করোনা আক্রান্ত দুই টেনিস তারকা

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বুলগেরিয়ান টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ ও বোরনা কোরিচ। শনিবার দিমিত্রভের বিরুদ্ধে খেলেছিলেন তিনি।

বুলগেরিয়ান টেনিস তারকার করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই টেস্ট করান কোরিচও। রিপোর্টে দুজনেরই পজিটিভ আসে।
সোশ্যাল মিডিয়া বোরনা কোরিচ লেখেন, করোনা টেস্টে আমার পজিটিভ এসেছে। তবে শরীরে কোনো উপসর্গ নেই। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের দ্রুত টেস্ট করা উচিত।

দিমিত্রভের পর কোরিচ করোনা আক্রান্ত হওয়ায় তোপের মুখে পড়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। তিনিই আন্তর্জাতিক টেনিস শুরু হওয়ার আগে প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরের আয়োজন করেছিলেন। সর্তকতা অবলম্বন না করেই খেলা হয়েছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে তীব্র সমালোচনা করেন অজি টেনিস তারকা কিরগিওস।

রোববার দিমিত্রভের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর বন্ধ রাখা হয় জোকোভিচ বনাম রুবলভের ম্যাচ।

 

সূত্রঃ যুগান্তর