করোনা আক্রান্ত গৌতম গম্ভীর

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর।

ভারতের সাবেক এই তারকা ওপেনার মঙ্গলবার সকালে টুইট করে নিজেই জানালেন করোনা টেস্টে পজিটিভ হওয়ার খবর।

টুইটারে গম্ভীর লেখেন- কিছু মৃদু উপসর্গ আগে থেকেই ছিল। পরীক্ষার পর আজ জানতে পারলাম আমি করোনা পজিটিভ। আমার সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে করোনা পরীক্ষা করানোর অনুরোধ করছি।

২০০৩ সালের এপ্রিলে বাংলাদেশ সফরে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গৌতম গম্ভীরের। জাতীয় দলের হয়ে ২০১৬ সালের নভেম্বর সবশেষ ম্যাচ খেলেন এই তারকা ওপেনার।

দেশের হয়ে ১৪৭ ওয়ানডে, ৫৮টি টেস্ট আর ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ২০টি সেঞ্চুরি আর ৬৩টি ফিফটির সাহায্যে ১০ হাজার ৩২৪ রান সংগ্রহ করেন গম্ভীর।

ক্রিকেট থেকে অবসরে ২০১৯ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে পূর্ব দিল্লি থেকে লোকসভার সদস্য হন নয়াদিল্লিতে জন্ম নেওয়া গৌতম গম্ভীর।

ইন্ডিয়ান প্রিমিয়ার  লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে দুইবার শিরোপা উপহার দেওয়া সাবেক এই অধিনায়ক আসন্ন আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন।

 

সূত্রঃ যুগান্তর