করোনা: আক্রান্তে বিশ্বে শীর্ষ সাতে ভারত

লকডাউন শিথিলের পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটিতে রবিবার রাত পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৮৮ হাজার ৮৮৩ জনে দাঁড়িয়েছে। যা বিশ্বে আক্রান্তের সংখ্যায় সপ্তম।

আক্রান্তের হিসেবে ভারতের উপরে অবস্থান করছে করোনায় বিপর্যস্ত দেশ ইতালি। সেইসঙ্গে রেকর্ড পরিমাণে আক্রান্তের সংখ্যা নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

ভারতে প্রতিনিয়ত রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত হচ্ছে। গত রবিবার সকালে ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয় ৮ হাজার ৩৮০ জন। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

এদিকে দেশটি পঞ্চম দফায় আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়িয়েছে। তবে বিভিন্ন রাজ্যেই এই লকডাউন শিথিল করে দিয়েছে।

 

সুত্রঃ ইত্তেফাক