করোনা: অবশেষে চাঁপাইনবাবগঞ্জে সকল অনুষ্ঠান-গনজমায়েতসহ কোচিং বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
প্রাণঘাতি করনা ভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
সভায় জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সকল সভা, সমাবেশ, অনুষ্ঠান নিষিদ্ধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মজুদ ও মূল্য বৃদ্ধি না করা, সকল কোচিং-প্রাইভেট বন্ধ, বিদেশ থেকে আসা ব্যক্তিদের বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইন করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানান জেলা প্রশাসক।
তিনি আরো বলেন, আজ থেকে করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। বৃহস্পতিবার খোলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের হটলাইন নম্বর-৬২৫০৮।
করোনা প্রতিরোধে জেলা জেলা কমিটির ৫ম সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলামসহ অন্যান্যরা।
স/অ