করোনায় মোট মৃত্যুর ৪৩ শতাংশই ষাটোর্ধ্ব

কোভিড-১৯ মহামারীতে দেশে যেসব মানুষ মারা যাচ্ছেন তাদের ৪৩ শতাংশই ষাটোর্ধ্ব।

এরপর ৫১ থেকে ৬০ বছরের মধ্যে মারা গেছেন ৫৭১ জন। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৯০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪৭ জন ও ২১ থেকে থেকে ৩০ বছরের মধ্যে ৭০ জন ও ১১ থেকে ২৩ জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ সবচেয়ে কম মৃত্যু শূন্য থেকে ১০ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে।

অধ্যাপক নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় মারা গেছন ৪২ জন। তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১০ জন নারী। এরমধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন। বাসায় মারা গেছেন ১১ জন।

তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে থেকে ৩০ বছরের মধ্যে তিনজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

করোনাভাইরাস দেশে প্রথম শনাক্ত হয় ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।