করোনায় আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার স্ত্রী আসমা আল-আসাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, মৃদু লক্ষণ দেখা দেওয়ার পর তাদের পরীক্ষা করা হয়, সেখানে ফলাফল পজিটিভ এসেছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়, শারীরিকভাবে তারা দু’জনেই ভালো আছেন এবং বাড়িতে আইসোলেশনে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রেসিডেন্ট আসাদ সিরিয়াসহ সারা বিশ্বের মানুষের করোনাভাইরাস থেকে সুরক্ষা ও সুস্থতা কামনা করেছেন বলে সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে।

মহামারী শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় সংক্রমণের সংখ্যা ১৫ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে এবং করোনাভাইরাসজনিত রোগে মৃত্যু হয়েছে ১০৬৩ জনের।

দেশটিতে এক দশক ধরে চলা যুদ্ধে অন্তত তিন লাখ ৮০ হাজার লোকের মৃত্যু হয়েছে এবং জনংসংখ্যার অর্ধেক ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় যাদের অন্তত ৬০ লাখ বিদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।