করোনায় আক্রান্ত রাজশাহীতে বিসিএসআইআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার (বিসিএআইআর) রাজশাহী কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শামসুল আলম করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের সংক্রমণ ধরা পড়ে।


হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক জানান, বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মলিকিউলার বায়োলজি ল্যাবে ৯৩জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২০জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৩জন রাজশাহী সিটি কর্পোরেশনের বাসিন্দা।

সংক্রমিতরা হলেন- বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শামসুল আলম (৫৯) ও গাড়ি চালক জয়নাল আবেদিন (৩৫)।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার রাজশাহীর প্রশাসনিক কর্মকর্তা নাফিস হাসান জানান,  প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শামসুল আলম ও গাড়ি চালক জয়নাল আবেদিন রনির উপসর্গ দেখা দেয়ায় জরুরিভিত্তিতে করোনা টেস্টের জন্য গত মঙ্গলবার সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও গাড়ি চালকের সংস্পর্শে আসা মোট ৫ জনের টেস্টের অনুরোধ করা হয়েছিল।

স/আ