করোনার ২য় ঢেউ: দুই মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ রাশিয়ায়

রাশিয়ায় আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন সাড়ে ছয় হাজারের বেশি, যা গত দুই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এছাড়া, গত জুনের পর প্রথমবার রাজধানী মস্কোতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংক্রমণ কিছুটা কমে আসায় জুনের শুরুতেই লকডাউন তুলে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ পুরোদমে শুরু করেছিল রাশিয়া। যদিও কর্মীদের স্বশরীরে অফিসে হাজিরের সংখ্যা এখনও তুলনামূলক কম।

দেশটির করোনা নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার মস্কোয় শনাক্ত নতুন রোগীর সংখ্যা ১ হাজার ৫০ ছুঁয়েছে। আর গোটা দেশে শনাক্ত হয়েছেন মোট ৬ হাজার ৫৯৫ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪৯ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৪৮ জন।

jagonews24

বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ করোনায় আক্রান্ত দেশ রাশিয়া। সেখানে এ পর্যন্ত ১১ লাখ ২৮ হাজারের বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে সামাজিক দূরত্বের নির্দেশনা এখনও রয়েছে। বাইরে বেরোলে মানুষজনের মাস্ক পরা বাধ্যতামূলক।

এছাড়া, বিমানবন্দরেই বিদেশফেরত যাত্রীদের শারীরিক তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। করোনা টেস্টে নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনে থাকাও বাধ্যতামূলক করা হয়েছে।

 

সূত্রঃ জাগো নিউজ