করোনার রহস্য ভেদ করতে স্যাটেলাইটের আশ্রয়ে নাসা!

করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারি কীভাবে  এলো বা এর উৎপত্তির রহস্য কী তা বের করতে স্যাটেলাইট ডাটার দিকে চোখ রাখতে চাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা।

এজন্য নাসার পক্ষ থেকে ভার্চুয়াল হ্যাকাথনের আয়োজন করা হচ্ছে। হ্যাকাথনে অংশগ্রহণকারীরা স্যাটেলাইট বা ভূ-উপগ্রহ ডেটার মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধের উপায় খুঁজবেন।

আগামী ৩০ থেকে ৩১ মে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। ‘স্পেস অ্যাপস কভিড-১৯ চ্যালেঞ্জ’ নামক এ প্রতিযোগিতায় অংশ নিতে পুরো বিশ্ব থেকে প্রার্থী আহবান করা হয়েছে।

হ্যাকাথন হচ্ছে সমস্যাভিত্তিক কম্পিউটার প্রোগ্রামিং ইভেন্ট বা প্রতিযোগিতা। সফটওয়্যার ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, বিজ্ঞানী, কোডার ও বিশেষজ্ঞ ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন।

সম্মিলিতভাবে কোন সমস্যার গভীরে ঢুকে তার মুল কারণ খুঁজে বের করা এবং সেটার কার্যকর সমাধান তৈরি করা হচ্ছে এর লক্ষ্য।

সূত্রঃ সময়