করোনার মধ্যে বিহারে নতুন আতঙ্ক, শত শত বাদুড়ের মৃত্যু

ভারতে করোনাভাইরাস মহামারির প্রকোপ বাড়ছে দ্রুতগতিতে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন কয়েক হাজার, মারা যাচ্ছেন শত শত মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিহারে। রাজ্যটির একটি গ্রামে গণমৃত্যু শুরু হয়েছে বাদুড়ের মধ্যে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিহারের ভোজপুর জেলার তারারির কাছে সোমবার দুই শতাধিক বাদুড়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা সিদ্ধনাথ রায় জানিয়েছেন, খবর পেয়ে মঙ্গলবার ছয় চিকিৎসকের একটি দল ঘটনাস্থলে গিয়েছেন। তবে কী কারণে বাদুড়গুলো মারা গেছে তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি এ কর্মকর্তা।

তিনি জানিয়েছেন, মৃত বাদুড়গুলোর লালা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য তা রাটনার ইনস্টিটিউট অব অ্যানিম্যাল হেলথ এবং প্রোডাকশনে পাঠানো হচ্ছে। সেখানকার প্রতিবেদন পাওয়ার পরেই বাদুড়ের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাদুড়ের মরদেহগুলো মাটির পাঁচ-ছয় ফুটে গভীরে পুঁতে দেয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থল এবং আশপাশের এলাকাও স্যানিটাইজ করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস