করোনার মধ্যেও সরকার উন্নয়ন অব্যাহত রেখেছে : হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, কোভিড-১৯ মোকাবিলার পাশাপাশি দেশের উন্নয়ন কার্যক্রমকে তরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। এই মহামারির সুযোগকে কাজে লাগিয়ে কেউ যেন দেশের অর্থনৈতিক ক্ষতি না করতে পারে সরকার সেদিকেও লক্ষ রেখেছেন।

শনিবার দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

জাতীয় সংসদের হুইপ বলেন, মহামারির পর থেকে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে অনলাইনসহ বিভিন্ন পন্থায় শিক্ষা ব্যবস্থাকে চালু রাখা হয়েছে।

সবাইকে স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা অদৃশ্য শক্তি করোনা প্রতিরোধে সবাই স্বাস্থ্যবিধিটা মেনে চলি। কারণ, জীবন চলতে থাকবে, এটি স্থবির থাকতে পারে না।

শনিবার সকাল ১০টায় দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৫ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন তিনি।

এরপর ফাজিলপুর ইউনিয়নের ঝানজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৮ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত একাডেমিক ভবন ও রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৮ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, সদর উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আহমেদ সেতু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক রঞ্জন বসাক, ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ আলী তালুকদার, সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. আনোয়ার হোসেন, রিচিন্দ নাথ বসাক ছুটু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাসহ অনেকেই।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন