করোনার ভয়ে তিন মাস বিমানবন্দরে অবস্থান, অবশেষে গ্রেফতার

করোনাভাইরাস সংক্রমণের ভয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে টানা তিন মাস কাটানোর পর অবশেষে গ্রেফতার হয়েছেন আদিত্য সিং নামে এক ব্যক্তি। ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ঘোরাফেরা করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

গত শনিবার শিকাগো বিমানবন্দরে থেকে গ্রেফতার করা হয়েছে তাকে।

আদিত্য সিং লস অ্যাঞ্জেলসের বাসিন্দা। তার বিরুদ্ধে অতীতে কোনো ধরনের অপরাধের রেকর্ড নেই। তিনি শিকাগো কী করতে গিয়েছিলেন, সেটা এখনো নিশ্চিত নয়।

 

বিমানবন্দরের কর্মীরা পরিচয়পত্র দেখতে চাইলে একটি ভুয়া আইডি কার্ড এগিয়ে দেন ৩৬ বছর বয়সী ওই যুবক। পরে দেখা যায়, কার্ডটি আসলে বিমানবন্দরের এক অপারেশন্স ম্যানেজারের যেটি গত অক্টোবরে হারিয়ে গিয়েছিল।

আদিত্য সিং গত ১৯ অক্টোবর লস অ্যাঞ্জেলস থেকে শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ বিষয়ে সহকারী স্টেট অ্যাটর্নি ক্যাথলিন হ্যাগার্টি বলেন, করোনার ভয়ে বিমানবন্দর থেকে বাসায় ফিরতে ভয় পাচ্ছিলেন বলে দাবি করেছেন আদিত্য।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন