করোনার ভ্যাকসিন নিরাপদ: পুতিন

বহুল প্রতীক্ষিত করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের অনুমোদনের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে তাঁর মেয়ে ভ্যাকসিনটি গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত সরকারি এক অনুষ্ঠানে তিনি বলেন, মস্কোর গামেলিয়া ইনস্টিটিউটের তৈরি করা টিকা নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমি আবারো বলতে চাই যে এটি (করোনার ভ্যাকসিন) সমস্ত প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভ্যাকসিন ব্যবহারের সম্পূর্ণ সুরক্ষা এবং এর কার্যকারিতা নিশ্চিত করা।

পুতিন বলেন, পরীক্ষার সময় এই ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হয়েছে। করোনার বিরুদ্ধে ভ্যাকসিনটি দীর্ঘস্থায়ী প্রতিরোধক্ষমতা দেখায়।

ভ্যাকসিনটি নিরাপদ বলেও জানিয়েছেন তিনি। টিকা নিরাপদ বলেই তিনি তাঁর মেয়েকে এই টিকা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি জানি এটা দারুণ কার্যকর। শক্তিশালী প্রতিরোধক্ষমতা দেখায়। যত পরীক্ষা আছে, এর সব কটিতেই এটি পাস করেছে।’

 

সুত্রঃ কালের কণ্ঠ