করোনার পর হার্টের সমস্যায় বায়ার্ন তারকা

বিশ্বজুড়ে আবারও ব্যাপকহারে করোনা সংক্রমণ শুরু হয়ে গেছে। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন বায়ার্ন মিউনিখের তারকা ডিফেন্ডার আলফানসো ডেভিস। সুস্থ হয়ে ওঠার পর এবার তার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। খবরটি নিশ্চিত করেছেন বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসমান। কানাডার এই ফুটবলার আপাতত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে।

অনুশীলনের পর শারীরিক পরীক্ষা করা হয় ডেভিসের। সেখানেই এই সমস্যা ধরা পড়ে। ডেভিসের যে সমস্যা রয়েছে তা মায়োকারডিটিস। বিশেষজ্ঞদের মতে বেশির ভাগ ক্ষেত্রে এতে সাময়িক ভাবে কিছু সমস্যা তৈরি হয়। ভক্তদের আশ্বস্ত করে কোচ নাগেলসমান বলেন, ‘সমস্যা খুবই সামান্য। এটা নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। তবে সারতে কিছুটা সময় লাগবে।’

করোনা থেকে সেরে ওঠার পর গত বুধবার অনুশীলনে ফিরেছিলেন ডেভিস। এখন সুস্থ না হওয়া পর্যন্ত তার অনুশীলন বন্ধ থাকবে। এর ফলে এই মাসের শেষে কানাডার হয়েও খেলতে পারবেন না ডেভিস। কানাডার সামনে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ১৯৮৬ সালের পর কানাডার সামনে ফের ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ এসেছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ