করোনার চিকিৎসা সামগ্রী ভাগাভাগির আহ্বান জাতিসংঘের

করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসাসামগ্রী ভাগাভাগি করে নিতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিড নাইন্টিনের ভ্যাকসিন ও ওষুধ আবিষ্কারে বিজ্ঞানী এবং গবেষকরা দুর্বার গতিতে কাজ করে যাচ্ছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৪৬ লাখের বেশি মানুষ। ইউরোপের অবস্থার কিছুটা উন্নতি হলেও মৃত এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে ব্রাজিল, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে।

করোনা প্রতিরোধে নানা পদক্ষেপ নিচ্ছে বিশ্বের প্রতিটি দেশ। ৩ লাখেরও বেশি মানুষ এরই মধ্যে প্রাণ হারিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ক্রমেই বাড়ছে ভাইরাসটির প্রকোপ। এ অবস্থায় বেশি পরীক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি।

প্রতিবেশী চিলির অবস্থা ভালো হলেও সপ্তাহের ব্যবধানে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। জনগনের চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।ব্রাজিলে শুক্রবার একদিনেই আক্রান্ত হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ, মারা গেছেন প্রায় ৯শ’।

রাশিয়াতে বেড়েই চলছে সংক্রমিতের সংখ্যা। তবে দেশটিতে শনাক্তের অনুপাতে মৃতের হার বেশ কম। ব্যপক হারে সংক্রমণ রুখতে অ্যান্টিবডি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

এ অবস্থায় করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার জেনেভায় নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থার পক্ষ থেকে বলা হয়, প্রতিটি মানুষ সুরক্ষিত হওয়ার আগ পর্যন্ত বিশ্ব ঝুঁকির মধ্যে থাকবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম গ্যাব্রিয়েসুস বলেন, গবেষকরা ভাইরাসটি নিয়ে প্রতিনিয়ত নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। বিজ্ঞানীরা চেষ্টা করছেন একটি কার্যকরী ভ্যাকসিন উদ্ভাবনের। করোনাকে পরাজিত করতে হলে, প্রত্যেক দেশকে ওষুধসহ চিকিৎসাসামগ্রী ভাগাভাগি করতে হবে, একসঙ্গে কাজ করতে হবে।

এদিকে করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কানাডীয় নাগরিকদের সহায়তায় চলমান ভর্তুকি আগামী আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আরো তিন মাস আমরা আমাদের সাহায্য অব্যাহত রাখবো। এ ঘোষণার পর ব্যাবসায়ীরা আরো বেশি আত্মবিশ্বাসী হবেন বলে আমার বিশ্বাস। যারা কর্মীদের ছুটি দিয়েছেন, দয়া করে তাদের ফিরিয়ে আনুন, সামনে এগিয়ে যান।

এছাড়াও গবেষণা খাতের জন্য ৪৫ কোটি ডলারের তহবিল ঘোষণা করেন কানাডার প্রধানমন্ত্রী।

সূত্রঃ সময়