করোনাকে জয় করে ফের পিএসজি’র অনুশীলনে মেসি

গত বছরের একদম শেষের দিকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি। পরে করোনা থেকে মুক্ত হলেও ফিটনেস না থাকায় একের পর এক ম্যাচ খেলতে পারেননি তিনি। বাদ পড়েছেন আর্জেন্টিনার আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের দল থেকেও। তবে অবশেষে পিএসজি এর হয়ে মাঠে ফিরতে চলেছেন মেসি।

মেসির প্রসঙ্গে দলের কোচ মরিসিও পচেতিনো সাংবাদিক সম্মেলনে বলেন, মেসি এই সপ্তাহে গোটা দলের সঙ্গেই ভালো ভাবে অনুশীলন করেছে এবং সে দলে ফেরায় আমি ভীষণ খুশি। সে পরের ম্যাচের দলে থাকছে।

করোনা আক্রান্ত হওয়ায় পিএসজির হয়ে নতুন বছরে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলতে পারেননি মেসি। এদিকে কিলিয়ান এমবাপ্পের হালকা চোট রয়েছে। তবে তিনিও পিএসজির দলে রয়েছেন। ২১ ম্যাচের পর লিগ ওয়ান তালিকায় পিএসজি ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা নিসের থেকে মেসির দল এগিয়ে রয়েছে ১১ পয়েন্টে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন