করোনাকালের ঈদে বাধ সাধতে পারে বৃষ্টিও

ঈদের দিন সারাদেশেই আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন। শুক্রবার সকালে জাগো নিউজকে এ কথা জানিয়েছে তিনি। তিনি বলেন, তবে ঢাকায় বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আফতাব উদ্দিন বলেন, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে।’

ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে এসব বলেছেন তিনি।

আফতাব উদ্দিন আরও বলেন, ‘ঈদে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই ঢাকায়। হয়তো কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণে একই অবস্থা- কক্সবাজার, চট্টগ্রাম এসব জায়গায় বৃষ্টি কম থাকবে। এখন যেহেতু বর্ষাকাল, হালকা বৃষ্টি হতে পারে সারাদেশের কোথাও কোথাও। তার মধ্যে রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।’

 

সুত্রঃ জাগো নিউজ