কম দামে বিক্রি হচ্ছে ফুটবল বিশ্বকাপের টিকিট

চলতি বছরের নভেম্বরে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। ফিফার ওয়েবসাইট থেকেই কেনা যাবে এ টিকিট। তবে রাশিয়া বিশ্বকাপের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে কাতার বিশ্বকাপের টিকিট।

বিশ্বকাপে তিন নম্বর ক্যাটাগরির টিকিটের মূল্য ২৫০ কাতারি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৯০০ টাকা। এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে এই ক্যাটাগরির টিকিটের মূল্য ছিল প্রায় ৮ হাজার ৮০০ টাকা।

তবে বিশ্বকাপের স্বাগতিক কাতারের নাগরিকরা মাত্র ৪০ কাতারি রিয়াল বা ৯৫০ টাকায় বিশ্বকাপের খেলা দেখতে পারবেন।বিশ্বকাপের টিকিট খোলাবাজারে বিক্রির চেয়ে একটা সুনিয়ন্ত্রিত প্রক্রিয়ায় বিক্রি করা হবে। সে কারণে সব টিকিটের মূল্য এখনো জানা যায়নি।

টিকিটের জন্য আবেদনের প্রথম পর্ব শুরু হয়েছে, শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। এরপর লটারির মাধ্যমে নির্ধারিত হবে টিকিটের ভাগ্য। তবে বিশ্বকাপে উপস্থিত দর্শকদের জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে কাতার