কঙ্গনার বিমানে অসদাচরণের ফল…

কঙ্গনার বিমানে অনিচ্ছাকৃতভাবে নিয়ম বিরুদ্ধ কিছু আচরণের জন্য ৯ জন সংবাদমাধ্যম কর্মীকে নিষিদ্ধ ঘোষণা করল ইন্ডিগো।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ওই ৯জন সংবাদকর্মীকে বেসরকারি বিমান সংস্থার  পক্ষ থেকে ১৫দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। এর ফলে ১৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ওই ৯ সংবাদকর্মী ইন্ডিগোর বিমানে ফ্লাই করতে করবেন না।

গত সেপ্টেম্বর মাসে শিবসেনার সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়েছিলেন কঙ্গনা রানাউত। মুম্বাই সম্পর্কে কঙ্গনার কিছু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি করেছিল। কঙ্গনার মুম্বাইয়ের অফিস ভাঙা নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। ওই সময়কালে মানালি থেকে মুম্বাই গিয়েছিলেন কঙ্গনা। এরপর ৯ সেপ্টেম্বর কঙ্গনা মুম্বাই থেকে ফের চণ্ডীগড় ফেরার পথেই সমস্যার সূত্রপাত।

অভিযোগ ওইদিন কঙ্গনার সঙ্গে একই বিমানে থাকা ৯ জন সংবাদকর্মী কিছু নিয়ম বিরুদ্ধ আচরণ করেছিলেন। আর সেকারণেই ওই সংবাদকর্মীদের উপর এমন ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিমানসংস্থা।

প্রসঙ্গত, এর আগে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক অধিদপ্তরের (Directorate General of Civil Aviation) ইন্ডিগোকে নিয়ম বিরুদ্ধ আচরণের জন্য যাত্রীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছিল।

 

সূত্রঃ কালের কণ্ঠ