কক্সবাজারে বাস-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও মেহেরঘোনা ফরেস্ট অফিস সংলগ্ন পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কক্সবাজারগামী সিএনজিচালিত অটোরিকশা ও চট্টগ্রামমুখী পূরবী পরিবহণের বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি বাসের নিচে ঢুকে দুমড়েমুচড়ে যায়।

হতাহতরা চকরিয়া উপজেলার খুটাখালী এলাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, মুখোমুখি সংঘর্ষের পর অটোচালক জিসান ও যাত্রী তসলিমা আকতার ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন আরও তিনজন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম জানান, নিহত দুজন ছাড়াও আশঙ্কাজনক অবস্থায় শফিকুর রহমান ও ছেনুয়ারা বেগম নামের অপর দুই যাত্রীসহ তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সূত্রঃ যুগান্তর