ওয়ানডে নেতৃত্বও হারাচ্ছেন কোহলি!

সিল্কসিটি নিউজ ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বাজে পারফরম্যান্সের কারণে ওয়ানডে দলের নেতৃত্বও হারাচ্ছেন বিরাট কোহলি।

বিশ্বকাপের আগেই ঘোষণা দিয়েছিলেন টুর্নামেন্ট শেষেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেবেন কোহলি।

কিন্তু বিশ্বকাপের চলতি আসরে ভারতের বাজে পারফরম্যান্সের জন্য বিরাট কোহলিকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হতে পারে।

বিশ্বকাপের পর চলতি নভেম্বরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সেই সিরিজে রোহিত শর্মাই নেতৃত্ব দেবেন।

এ ব্যাপারে বিসিসিআইয়ের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেন, নিউজিল্যান্ড সিরিজে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিশ্বকাপের মধ্যেই জাতীয় নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসবেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কর্তারা। সেখানেই বিরাট কোহলির নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

অধিনায়ক কোহলির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ— দীর্ঘদিন দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েও দেশকে কোনো আইসিসি টুর্নামেন্ট জেতাতে পারেননি।