ওড়ার মুখেই ব্যর্থ চিনের রকেট, নষ্ট হল স্যাটেলাইট

ওড়ার সময় ধাক্কা খেল চিনা রকেট। ধ্বংস হয়ে গেল ৬ টি স্যাটেলাইট। শুক্রবারই Kuaizhou-11, লঞ্চ করে। কিন্তু যান্ত্রিক গোলোযোগে ওড়ার পরই ভেঙে যায় সেই রকেট। Kuaizhou-11 নামে ওই সলিড ফুয়েলড রকেট লঞ্চ করা হয়।

শুক্রবারই চিনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ওড়ানো হচ্ছিল ওই রকেট। কিন্তু ওড়ার পরই ব্যথর্ হয় ওই স্যাটেলাইট।

এমনিতেই ওই রকেট ওড়ানোর বিষয়টি তিন বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। ৭০.৮ টন নিয়ে ওড়ার কথা ছিল ওই রকেটের।

এর আগে চিনে যেসব রকেট লঞ্চ করা হয়েছে, তার থেকে এর পরিধি বেশ কিছুটা বড়। ২০১৮-তে এটি প্রথম লঞ্চ করার কথা ছিল। পরে ২০১৯-এ একটি ব্যর্থ হয়। ইঞ্জিন টেস্টের সময়ই ব্যর্থ হয়েছিল সেবার।

ভিডিওতে দেখা যাচ্ছে, মিনিট খানেক পর্যন্ত সব ঠিকই ছিল। প্রথম ও দ্বিতীয় পযফায়ের সেপারেশনের সময় সেরকম কোনও অসুবিধা হয়নি।

এই নিয়ে এবছর তৃতীয়বার মহাকাশ অভিযানে ব্যর্থ হল চিন। গত বছরের ডিসেম্বরে চিন সবচেয়ে ভারী রকেট ‘লং মার্চ ফাইভ’ এর সফল উৎক্ষেপণ করেছিল।

২৫ টন ওজনের রকেটটি একসাথে অন্তত ২০টি স্যাটেলাইট বহন করতে সক্ষম। এর আগে দুইবার চেষ্টা করেও রকটেটি উৎক্ষেপণ করতে ব্যর্থ হয় চিন। পরে ডিসেম্বরে সেটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়।
সবশেষ ২০১৭ সালে ইঞ্জিনে সমস্য দেখা দেয়ায় উৎক্ষেপণ বাতিল করা হয়েছিল। কলকাতা 24