‘ওমানের কন্ডিশন আমাদের দেশের মতোই’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলতে হলে বাংলাদেশকে বাছাইপর্ব পার হতে হবে। সেই বাছাইপর্বে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং স্বাগতিক ওমান। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ওমানে। প্রতিপক্ষ দুর্বল বলে তিনটি ম্যাচেই জয়ের আশা করছে বাংলাদেশ। ইতোমধ্যেই ওমানের স্পোর্টিং উইকেটে বড় রানের দেখা পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওমানের কন্ডিশনও অনেকটা বাংলাদেশের মতো বলেও জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

আজ সোমবার বিসিবির পাঠানো ভিডিওবার্তায় হাবিবুল বাশার বলেন, ‘ওমানের উইকেট কিন্তু খুব ফ্রেশ। সেখানে খুব বেশি খেলা হয়নি। আইপিএলের ম্যাচগুলো কিন্তু আবুধাবি আর দুবাই এবং শারজায় হয়েছে। আমরা আইপিএলের সময় সেখানকার উইকেটের আচরণ দেখেছি। কিন্তু ওমানের উইকেট একেবারেই আলাদা। এখানে বল খুব একটা স্পিন করবে না। বিকালে ভালো পরিমাণে কুয়াশা পড়ে। দিনের বেলা গরম থাকে, কিন্তু সন্ধ্যার পর ওমানে সুন্দর আবহাওয়া।’

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যে টার্গেট বাংলাদেশের ছিল, সেটা ভালোই হয়েছে বলে জানান হাবিবুল, ‘উইকেট কিন্তু খুব ভালো। পেসাররা এবং ব্যাটসম্যানরা উভয়েই সুবিধা পাবেন। স্পিনাররা হয়তো খুব একটা টার্ন পাবেন না, তবে উইকেট বেশ ভালো। কন্ডিশনটা অনেকটা আমাদের দেশের মতোই। খুব একটা পার্থক্য নেই। আবুধাবিতে আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ আছে। সেগুলো খেললে আরও ভালো বুঝতে পারব কন্ডিশন সম্পর্কে। এই সময়টায় এখানে এসে এখানকার কন্ডিশন ও উইকেট সম্পর্কে খুব ভালো ধারণা আমরা পাচ্ছি।’

 

সূত্রঃ কালের কণ্ঠ