শুক্রবার , ২৩ আগস্ট ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ওপেনারদের নিয়ে যা বললেন কোচ

Paris
আগস্ট ২৩, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

দ্বিতীয় দিনের প্রথম সেশনে উইকেট শুন্য ছিল বাংলাদেশ। এরপর ২ উইকেট তুলতে পারলেও সাদা-মাটা ছিলেন শরিফুল ইসলাম-সাকিব আল হাসানরা। তাদের ব্যর্থতার দিনে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

এরপর চাপে থেকে ব্যাটিংয়ে নেমেও দুর্দান্ত ছিলেন সাদমান ইসলাম ও জাকির হাসান। দুই ওপেনারের অবিচ্ছিন্ন ২৭ রানের জুটিতে কিছুটা হলেও স্বস্তি নিয়ে দিন শেষ করে সফরকারীরা।

দিনের খেলা শেষে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প বলেন, ‘দিনের শেষ ভাগে শেষ ১২ ওভার তারা যেভাবে খেলেছে, আমি খুবই আনন্দিত। খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আমাদের শেষ আধঘণ্টা ব্যাট করতে হয়েছে। বিশেষ করে সারাদিন ফিল্ডিংয়ে খাটুনি দেওয়ার পর। তবে আমাদের শৃঙ্খলা ধরে রেখে প্রচুর রান করতে হবে।’

হেম্প আরও জানান, ‘আমরা আক্রমণাত্মক বোলিং মোকাবেলার প্রস্তুতি রাখছি। কালকের ব্যাটিং দেখে এরপর চতুর্থ ও পঞ্চম দিনের পরিকল্পনা সাজাব। এখনও অনেক খেলা বাকি। যদি আমরা তাদের ধারেকাছে যাই বা ছাড়িয়ে যেতে পারি, এরপর বোঝা যাবে। আপাতত ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটই মনে হচ্ছে।’

পাক পেসারদের নিয়ে হেম্প বলেন, ‘পাকিস্তানের অত্যন্ত ভালো ৪ জন পেসার আছে। আমাদের জন্য এটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমরা যতটা সম্ভব ইতিবাচক থাকতে চাই, যত বেশি সম্ভব রান বের করতে চাই। উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য ভালো, এটাই আমরা আগামী সময়টায় কাজে লাগাতে চাই।’

সর্বশেষ - খেলা