শনিবার , ১ জুলাই ২০১৭ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এ বার ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ

Paris
জুলাই ১, ২০১৭ ১১:৫৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক: বিস্ফোরণ ঘটিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথওয়ালে। এতদিন যা বলার ধৃষ্টতা দেখাননি কেউ, এদিন সেটাই খুল্লমখুল্লা বললেন এবং তার তীব্রতা এতটাই যে কম্পন ধরতে পারে ভারতীয় ক্রিকেটে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। গোটা দেশের মতো তিনিও মেনে নিতে পারছেন না ভারতের হার। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক ফাইনালের তদন্তের দাবি তুলেছেন তিনি। দলিতদের হয়ে গলা ফাটিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ‘‘ভারতীয় দলে যারা পারফর্ম করতে পারবে না, তাদের বিশ্রাম নেওয়াই উচিত। তাদের বদলে দলিত ক্রিকেটারদের সুযোগ দেওয়া হোক।’’

এই পর্যন্ত ঠিকই রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী হঠাৎই সুর চড়িয়ে আঙুল তুলেছেন দুই তারকা ভারতীয় ক্রিকেটারের দিকে। একজন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অন্যজন যুবরাজ সিংহ। রামদাস আথওয়ালে বলেছেন, ‘‘পৃথিবীর সব প্রান্তে শতরান করে বিরাট কোহলি। যুবরাজ এবং ভারতের অন্যান্য ব্যাটসম্যানরাও যথেষ্ট ভাল। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সবাই ব্যর্থ হয়। আমার মনে হয় ওরা হারার মানসিকতা নিয়েই খেলতে নেমেছিল।’’

কোনও ক্রিকেটারের নাম না নিলে এক ব্যাপার ছিল। কিন্তু রামদাস সরাসরি হারের জন্য কোহলি ও যুবির নাম উচ্চারণ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন অভিযোগ কিন্তু ভারতীয় ক্রিকেটে ভূমিকম্প ঘটাবে আগামীদিনে। সূত্র: এবেলা

সর্বশেষ - খেলা