সোমবার , ১৮ জানুয়ারি ২০২১ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এ বছর সীমান্ত খোলার সম্ভাবনা নেই অস্ট্রেলিয়ায়

Paris
জানুয়ারি ১৮, ২০২১ ৯:৫২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

অস্ট্রেলিয়া চলতি বছর আন্তর্জাতিক সীমান্ত পুরোপুরি কোনোভাবেই না খুলে দেওয়ার শঙ্কা রয়েছে। সে দেশের বেশিরভাগ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়ে গেলেও সীমান্ত খোলার সম্ভাবনা নেই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগের প্রধানের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, সে দেশে স্থানীয়ভাবে করোনায় নতুনভাবে সংক্রমিত হয়নি কেউ।

এদিকে ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা নেওয়ার পর নরওয়েতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর বেরিয়েছে। বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে অস্ট্রেলিয়া। সামনের মাসেই সে দেশে ফাইজারের টিকা দেওয়ার কথা।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্মকর্তা ব্রেন্ডান মারফি এবিসি নিউজকে জানিয়েছেন, যদি আমরা বেশিরভাগ জনগণকে টিকা দিয়ে দিতে পারি, তার পরেও আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে, ভাইরাসের সংক্রমিত রোধ হবে কি না।

এদিকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনায় অস্ট্রেলিয়ার অবস্থা ভালো। কঠোর লকডাউন, বেশি সংখ্যক করোনা পরীক্ষা, আক্রান্তদের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে কোয়ারেন্টিন নিশ্চিত করার জেরে সে দেশের অবস্থা অনেকটাই ভালো। সে দেশে বর্তমানে যারা করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছে, তাদের প্রায় সবাই বিদেশ থেকে যাওয়া।

সূত্র: কালেরকন্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক