এ্যানির দুর্নীতি মামলা স্থগিত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির প্রচার সম্পাদক  শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে করা দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

 

বৃহস্পতিবার মামলা বাতিলের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

 

আগামী চার সপ্তাহের মধ্যে দুদক ও সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। এ্যানির পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন।

 

প্রাক্তন সংসদ সদস্য এ্যানির সম্পদের বিষয়ে ২০১৪ সালের জানুয়ারিতে অনুসন্ধান শুরু করে দুদক। একই বছরের ৯ অক্টোবর সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে রমনা থানায় এ মামলা দায়ের করেন কমিশনের উপপরিচালক মঞ্জুর মোর্শেদ।

 

এ্যানির মোট ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে বলে মামলায় অভিযোগ করা হয়।

সূত্র:রাইজিংবিডি