মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘এস আলমের শেয়ার বিক্রি করে টাকা আদায় করবে ইসলামী ব্যাংক’

Paris
নভেম্বর ১৯, ২০২৪ ১০:৩০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এস আলমের শেয়ার বিক্রি করে টাকা আদায় করবে ইসলামী ব্যাংক। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের যেসব শেয়ার বাংলাদেশ ব্যাংক জব্দ করেছিল, সেগুলো বিক্রি করে দেয়ার পরিকল্পনা করছে ইসলামী ব্যাংক। এই শেয়ারগুলোর বেশিরভাগই ছিল এস আলম গ্রুপের মালিকানাধীন। আর এস আলমের শেয়ার বিক্রি করে ১০,০০০ কোটি টাকা আদায় করা হবে।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এ তথ্য জানান।পাচার করা টাকা পুনরুদ্ধার কৌশলের অংশ হিসেবে এস আলমের সব শেয়ার বিক্রি করা হবে— বলছিলেন তিনি।

বর্তমানে ইসলামী ব্যাংকের বিনিয়োগ ও আমানতের মধ্যে ২০ হাজার কোটি টাকার ব্যবধান রয়েছে। এসব শেয়ার বিক্রি এবং নতুন শেয়ার ইস্যু করে এই ঘাটতি কমানো হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সময় জানান, ২০১৭ সালে দখলের পর ব্যাংকটির ঋণের ৮০ শতাংশ নিয়েছে এস আলম।

দল গঠনের প্রক্রিয়ায় ছাত্র আন্দোলনের নেতারা— মানবজমিনের প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা দল গঠন করছেন। ইতোমধ্যে এ নিয়ে তারা তৎপরতা শুরু করেছেন। এজন্য বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগও করছেন ছাত্র নেতারা।

জাতীয় নাগরিক কমিটিতে থাকা নেতৃবৃন্দ এবং বাইরের বিভিন্ন দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠন হতে পারে দলটি। এতে সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা থাকবে না। তবে কেউ কেউ নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হবেন।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, জাতীয় নাগরিক কমিটি সিভিল সোসাইটির কাজগুলোই করবে। কিন্তু এখান থেকে একটা অংশ যারা রাজনীতিতে আগ্রহী তারা মিলে একটি রাজনৈতিক দল হতে পারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কোনো রাজনৈতিক দলে রূপ দেয়া হবে না বলে আমরা একটি প্রতিশ্রুতি দিয়েছি। আমরা আমাদের সংগঠনকে সে রকমই রাখতে চাই। তবে কেউ যদি আলাদাভাবে নির্বাচন করতে চায় সেটি তারা করতে পারেন।

এদিকে, জাতীয় নাগরিক কমিটি সারাদেশে তাদের থানা কমিটি করছে। বলা হচ্ছে, অভ্যুত্থানে যারা কাজ করেছে তাদের সংঘবদ্ধ করতেই এ কমিটি।

জাতীয় নাগরিক কমিটির এক সদস্য জানিয়েছেন, তারা দল গঠন প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। খুব শিগগিরই নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্ম সম্পর্কে মানুষ জানবে।

ছাত্র আন্দোলনের আরেক নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম-ও সম্প্রতি টাঙ্গাইলে গিয়ে নতুন দল গঠনের তাগিদ দেন।

এক মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্তকাজ শেষ করার নির্দেশ— নয়া দিগন্তের প্রধান শিরোনাম এটি।

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-অগাস্টে চালানো গণহত্যা মামলায় ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। ধার্য তারিখে গ্রেফতারকৃত আসামি ও ওয়ারেন্টভুক্ত অন্য আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

যদিও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় চেয়েছিলেন। এছাড়া, শেখ হাসিনাকে গ্রেফতারের আদেশ প্রতিপালন করার নির্দেশও দেয়া হয়েছে।

গতকাল সোমবার ক্ষমতাচ্যূত আওয়ামী লীগ সরকারের ৯ মন্ত্রী, ২ উপদেষ্টাসহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তখন ট্রাইব্যুনালে প্রথম মামলার একমাত্র আসামি শেখ হাসিনাকে গ্রেফতারের আদেশ প্রতিপালনের বিষয়টি জানতে চাওয়া হয়।

জবাবে তাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার কথা বলেন চিফ প্রসিকিউটর। এছাড়া, ভারতের সাথে সম্পাদিত চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়া হবে বলে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তা উল্লেখ করেন।

এদিন আসামিপক্ষে আইনজীবীরা থাকলেও তাদের কাছে আবেদন না থাকায় শুনানি করতে পারেননি। আবেদনের প্রেক্ষিতে আদালত আইনজীবী ও পরিবারের সদস্যদের সাথে আসামিদের দেখা করার অনুমতি দেন।

অন্তর্র্বতী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত— বণিক বার্তার প্রথম পাতার শিরোনাম এটি। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, ”অন্তর্র্বতী সরকারের মেয়াদ চার বছরের নিচে হওয়া উচিত, এটা নিশ্চিত। আরো কমও হতে পারে। তবে জনগণ কী চায়, রাজনৈতিক দলগুলো কী চায়, সেটাই বড় বিষয়”।

রাজনৈতিক দলগুলো যদি বলে, সংস্কারের কথা ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে আমরা সেটাই করবো— বলছিলেন প্রধান উপদেষ্টা।

নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্র আন্দোলনই হয়েছে। কেবল নির্বাচন দিলেই ‘নতুন বাংলাদেশ’ আসবে না বলে মত মুহাম্মদ ইউনূসের।

নির্বাচনে অংশগ্রহণের আগ্রহের বিষয়েও প্রশ্ন আসে সাক্ষাৎকারটিতে।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘না, আমি রাজনীতিবিদ নই। আমি যা করছি তা উপভোগ করছি। আমার জীবন শেষ পর্যায়ে, এখন আমি নিজেকে বদলাতে চাচ্ছি না।’’

শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিকল্পনা আছে কি না জানতে চাইলে মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘হ্যাঁ, সেটার আইনি প্রক্রিয়া চলছে। অভিযুক্ত হলে অবশ্যই তাকে প্রত্যর্পণের জন্য বলা হবে’’।

নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন্তর্র্বতী সরকারের সম্পর্ক কেমন হবে জানতে চাইলে অধ্যাপক ইউনূস বলেন, ‘‘ট্রাম্পের সঙ্গে আমার কখনো যোগাযোগ হয়নি, তাই ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আপনি যদি রিপাবলিকান পার্টির কথা বলেন, আমার বন্ধু আছে, ডেমোক্রেটিক পার্টিতেও আমার বন্ধু আছে’’।

তিন বিসিএস নিয়ে বড় সিদ্ধান্ত নিল পিএসসি— ইত্তেফাকের প্রথম পাতার খবর এটি। ঢাকা থেকে আজ প্রকাশিত আরও অন্যান্য পত্রিকা এ সংক্রান্ত খবর ছেপেছে।

এতে বলা হয়েছে, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের মধ্যে একটি অংশ ইতোমধ্যে মৌখিক পরীক্ষা দিয়েছেন, তা বাতিল করা হয়েছে। পিএসসির নতুন কমিশনের অধীনে নয়া করে এই বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থী সবার মৌখিক পরীক্ষা নেয়া হবে পুনরায়।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনরায় তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আবার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

এসব বিসিএস পরীক্ষার স্বচ্ছ, ন্যায্য ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় পিএসসি। সূত্র: বিবিসি বাংলা