এসপি আলতাফ হোসেনের স্বর্ণ কাহিনী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সীমান্তজেলা সাতক্ষীরায় পুলিশ সুপার হিসেবে ঝিনাইদহ থেকে বদলি হয়ে যোগদানকারী আলতাফ হোসেন চাকরি থেকে অপসারিত হয়েছেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে চাকরিচ্যুত করে গত ১৮ মে তারিখে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আলতাফ হোসেন সর্বশেষ সিলেট রিজিয়ন টুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে আটককৃত ১২০ ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি চাকরি হারিয়েছেন।

তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১৬ সালের ২৬ জুলাই তারিখে যোগদান করে ২০১৭ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত এসপির দায়িত্বে থাকাকালে আলতাফ হোসেনের বিরুদ্ধে আটক হওয়া স্বর্ণ আত্মসাতের বেশ কয়েকটি ঘটনা ঘটে।

জানা গেছে, ২০১৭ সালের ১৩ জানুয়ারি শহরের তুফান মোড়ে আধুনিক জুয়েলার্স ও অদ্রি জুয়েলার্সে ভয়াবহ চুরির ঘটনায় ৩১৫ ভরি স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আটক সাতক্ষীরার বকচরা গ্রামের দাগি চোর নবাব আলী আদালতে চুরির বিষয়ে স্বীকারোক্তি দিয়ে জানায়, ৩১৫ ভরি স্বর্ণ তিনি সাতক্ষীরা সদর থানার এসআই আসাদুজ্জামানের কাছে দিয়ে দিয়েছেন। আদালত আসাদুজ্জামানের কাছ থেকে এই স্বর্ণ আর উদ্ধার করতে পারেনি। সে সময় প্রচার হয়েছিল এই স্বর্ণের বড় অংশ পুলিশ সুপার আলতাফ হোসেনের পকেটে চলে গেছে।

একই বছরের ১৯ মার্চ মানিকগঞ্জের সিংগাইর থেকে দুইজন স্বর্ণ কারিগর সাতক্ষীরার এক জুয়েলার্সের অর্ডার অনুযায়ী ২০০ ভরি স্বর্ণ নিয়ে আসছিলেন। শহরের পলিটেকনিক মোড়ে গোয়েন্দা পুলিশের আবুল কাশেম, মো. বোরহান উদ্দিন ও এসআই নাসির তাদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে ওই স্বর্ণ কেড়ে নেয়। পরে তারা সাতক্ষীরা প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সামনে এ বিষয়ে অভিযোগ করেন। ওই স্বর্ণ তারা ফিরে পাননি।

এ বিষয়ে পুলিশ সুপার আলতাফ হোসেন বলেছিলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ২০১৬ সালের ৭ অক্টোবর খুলনার সোনাডাঙ্গা থেকে বিপ্লব চ্যাটার্জী নামের একজন স্বর্ণ চোরাচালানি ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা অভিমুখে বাসে চড়ে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু থানার এএসআই আব্দুর রউফ পল্টু (সাতক্ষীরার পাটকেলঘাটার বাসিন্দা) ও কনস্টেবল মারুফ তাকে পথিমধ্যে আটক করে স্থানীয় সেনেরগাঁতী বাজারে নিয়ে যান। এ সময় তার কাছ থেকে ওই স্বর্ণ ছিনতাই করার চেষ্টা করলে বাজারের লোকজন পুলিশের ওই দুই সদস্যকে গণপিটুনি দিয়ে স্বর্ণ বহনকারী বিপ্লব চ্যাটার্জীসহ ৩ জনকে পাটকেলঘাটা থানায় সোপর্দ করে।

সূত্র: যুগান্তর