এশিয়া কাপ হবে শ্রীলংকায়!

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মী সিলভা জানিয়েছেন, এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে আমাদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কথা হয়েছে। মহামারী এই করোনার মধ্যে আমরা এশিয়া কাপ আয়োজনে প্রস্তুত আছি। সোমবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় আমাদেরকে সবুজ সংকেত দেয়া হয়েছে।

২০২০ সালের এশিয়া কাপের আয়োজক মূলত পাকিস্তান। কিন্তু সীমান্তে সমস্যা থাকায় পাকিস্তান সফরে যেতে আগ্রহী নয় ভারত। করোনার সংক্রমণের আগে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম প্রস্তাব দিয়েছিল পাকিস্তান।

কিন্তু এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এমনকি আরব আমিরাতেও করোনার প্রকপ বেশি। করোনার সংক্রমণ ততটা নেই দ্বীপ রাষ্ট্র শ্রীলংকায়। যে কারণে আগামী সেপ্টেম্বরে শ্রীলংকায় এশিয় কাপ আয়োজনের চিন্তা-ভাবনা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।