এশিয়া কাপে কি থাকবেন সাইফউদ্দিন?

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

গতিতে পেস বোলিং করতে পারেন, লোয়ার অর্ডারে পারেন হার্ডহিটিং ব্যাটিংও। পরিপূর্ণ অলরাউন্ডার যাকে বলে! সীমিত ওভারের ক্রিকেটে মোহাম্মদ সাইফউদ্দিন অটোচয়েজই থাকার কথা। কিন্তু চোটপ্রবণতা তাকে বারবার ছিটকে দিয়েছে জাতীয় দল থেকে।

দেশের জার্সিতে সবশেষ মাঠে নেমেছেন প্রায় ১০ মাস আগে। চোটের সঙ্গে সংগ্রাম করে আবারও মাঠে ফেরার অপেক্ষায় সাইফউদ্দিন। আসন্ন এশিয়া কাপে দলের হয়ে অবদান রাখতে চান তিনি।

এখন শরীরের কী অবস্থা? সোমবার মিরপুরে সংবাদ মাধ্যমকে সাইফউদ্দিন বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো। কিছু দিন আগে ভারতের দিল্লি থেকে চিকিৎসা নিয়ে এসেছি। এরপর প্রথম ১ সপ্তাহ বেড রেস্ট ছিল। ১ সপ্তাহ পর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি। ২ দিন হলো স্কিলের কাজ শুরু করেছি। আজ ফিজিও বায়েজিদ ভাই আমার বোলিং দেখেছেন। সব মিলিয়ে পজিটিভ।’

চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ। টুর্নামেন্ট নিয়ে কী ভাবছেন? সাইফউদ্দিন বলেন, ‘আসলে আমি জানি না কিছু। আমাকে মেডিকেল টিম দেখে বলেছে প্র্যাকটিস ম্যাচ খেলতে। খেলি, দেখি… এশিয়া কাপে থাকব কি থাকব না এটা নির্বাচক ও সংশ্লিষ্টরা দেখবেন। মাঠে খেলতে পারব এতেই খুশি।’

আপনি কি মনে করছেন? খেলতে পারবেন? সাইফউদ্দিনের জবাব, ‘প্রত্যেক খেলোয়াড়েরই লক্ষ্য থাকে এশিয়া কাপ খেলা। আমি অনূর্ধ্ব-১৯ দলের হয়েও এশিয়া কাপ খেলিনি। দুটি আইসিসি ইভেন্ট খেললেও এশিয়া কাপে খেলা হয়নি। এটা নিয়ে বাড়তি একটা রোমাঞ্চ কাজ করে। যদি সুযোগ পাই অবশ্যই আনন্দিত হব।’

গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার সুযোগ ছিল সাইফউদ্দিনের। কিন্তু ফিট মনে না করায় নিজে থেকেই সরে যান এই অলরাউন্ডার, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে (না খেলার) কলটা ছিল ব্যক্তিগত। মেডিকেল টিম আমার ওপর ছেড়ে দিয়েছিল। আমি শতভাগ দিতে পারছিলাম না বলে মেডিকেল টিমকে জানাই। এরপর ওরা সিদ্ধান্ত নিয়েছে। এখন ভালো বোধ করছি। গত এক মাস অনেক কাজ করেছি। খেলার জন্য মুখিয়ে আছি।’

বোলিং করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, জানতে চাইলে সাইফউদ্দিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথম থেকেই আজ ফুল রানআপে বল করেছি। ইনটেনসিটি হয়তো শতভাগ ছিল না। দিনকে দিন আস্তে আস্তে বাড়াব। যেহেতু আমার শরীর, আমি তো বুঝতে পারছি অবস্থা। আগের চেয়ে ভালো বোধ করছি বলেই আত্মবিশ্বাসী আমি।’

 

সুত্রঃ জাগো নিউজ