এলপিএল থেকে সরে দাঁড়ালেন ‘ইউনিভার্স বস’

লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)থেকে সরে দাঁড়ালেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। ক্যারিবিয় ব্যাটিং দানব গেইলকে দলে ভিড়িয়েছিল ক্যান্ডি টাস্কার্স। বলিউড তারকা সালমান খান, তার ছোট ভাই সোহেল খান ও বাবা সেলিম খানের এই দলের পক্ষে খেলার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে নিজেকে সরিয়ে নিলেন গেইল। ক্যান্ডি টাস্কার্স বিষয়টি নিশ্চিত করেছে।

গেইলের আগে কয়েকজন কোচকেও এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে দেখা গেছে। কলম্বো কিংস দলের কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল ডেভ হোয়াটমোরকে। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। একই দলের সহকারী কোচ হিসাবে নিয়োগ পেয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস। ভাসও ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন।

আগামী ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ। এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসরটি আয়োজন করতে অনেক বেগ পেতে হলো শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি)। একেরপর এক সূচি পরিবর্তন করতে হয়েছে। ভেন্যু পরিবর্তন করে দুইটা থেকে কমিয়ে কেবল একটা করা হয়েছে। ১৫ দিন ধরে চলবে এই টুর্নামেন্টটি। ২৩টি ম্যাচই হবে হাম্বানটোটায়।

 

সূত্রঃ কালের কণ্ঠ