এভাবে খেলে দলের কোনো লাভ হবে না : মুমিনুল

চট্টগ্রাম টেস্টের প্রথম তিন দিন ক্ষণে ক্ষণে রং বদল হয়েছে। কখনও ম্যাচ বাংলদেশের দিকে আবার কখনও পাকিস্তানের দিকে হেলে গেছে। লিটন দাসের সেঞ্চুরি, মুশফিকের ৯১, তাইজুলের ৭ উইকেট শিকারের পরও চতুর্থ দিন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান। টাইগার অধিনায়ক মুমিনুল হক মনে করেন, বিক্ষিপ্তভাবে এসব ব্যক্তিগত পারফর্মেন্সে দলের কোনো লাভ হয় না।

৮ উইকেটে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘ক‍্যারিয়ারের শুরু থেকে আমি এটাই দেখে আসছি। সবসময় আমাদের সব সংস্করণেই হয়। জিততে হলে দলীয় পারফরম‍্যান্সের প্রয়োজন হয়। আমাদের এমন পারফরমার নেই যে একা খেলবে আর দল জিতবে। যখন আমরা দলীয়ভাবে পারফর্ম করি, তখন আমাদের জয়ের সম্ভাবনা বেশি থাকে। পরিসংখ্যান তাই বলে। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি যাই বলেন, একজনের পক্ষে ম্যাচ জেতানো খুবই কঠিন।’

প্রথম ইনিংসে ব্যাটিং ধসের পর মুশফিক-লিটনের দারুণ জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ফিফটি করা লিটন দাস কোনো সঙ্গী পাননি। ধসে পড়ে ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে বোলাররাও কিছু করতে পারেননি। মুমিনুল আরও বলেন, ‘আমাদের দেশে এমন পারফরমার খুব কম। আমরা যদি দলীয়ভাবে সবাই পারফরম করি…যেমন তাইজুল ৭ উইকেট পেয়েছে। অন্য প্রান্তে যদি অন্য কোনো বোলার ২-৩ উইকেট পেত, সঙ্গে ব্যাটসম্যানরা যদি ভালো ব্যাট করতো। ব্যক্তিগত পারফরম্যান্সে আমাদের কখনও সেভাবে দলীয় অর্জন হয় না।’

 

সুত্রঃ কালের কণ্ঠ