এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ অস্ত্র দেখালো উত্তর কোরিয়া

নিজেদের শক্তি প্রদর্শনে নেমে সাবমেরিন লঞ্চড ব্যালাস্টিক মিসাইল (এসএলবিএম) দেখালো উত্তর কোরিয়া। কিম জং উনের উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার তারা এই প্রদর্শনীর আয়োজন করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সান স্কোয়ারে এই প্রদর্শনীতে কিম জং উন ছিলেন।

চামড়ার কোট এবং টুপি পরে জনতার উদ্দেশে হাতও নেড়েছেন তিনি। ক্ষেপণাস্ত্র ছাড়াও অন্য সামরিক অস্ত্র প্রদর্শন করা হয়েছে। তবে নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে বেশ উত্তেজনা ছিল।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে দাবি করেছে, এই এসএলবিএম বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, এর আগে বেশ কয়েকটি এসএলবিএম পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। সমুদ্রে নিজেদের শক্তি বাড়াতে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষণ এবং উন্নয়নের দিকে জোর দিচ্ছেন কিম জং উন।

 

সুত্রঃ কালের কণ্ঠ