এবার বিমান হামলায় নিহত ইরানের আইআরজিসির কমান্ডার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) এক কমান্ডার বিমান হামলায় নিহত হয়েছেন। শনি থেকে রবিবারের মধ্যে কোনো একসময় তাদের ওপর হামলা হয়েছিল। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। সোমবার ইরাকি নিরাপত্তা বাহিনী ও স্থানীয় মিলিশিয়া কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়, কমান্ডারের পরিচয় নিশ্চিত করতে পারেনি ইরাকি নিরাপত্তা বাহিনী ও স্থানীয় মিলিশিয়া কর্মকর্তারা। তবে তাঁরা জানিয়েছেন, কমান্ডারের সঙ্গে একটি গাড়িতে চলাচলকারী আরো তিনজনকেও হত্যা করা হয়েছে।

ইরাকের দুজন নিরাপত্তা কর্মকর্তা পৃথকভাবে বলেন, গাড়িটিতে অস্ত্রশস্ত্র ছিল। গাড়িটি সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করার পরই বিমান হামলা হয়। ইরাকের ওই দুই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইরান-সমর্থিত ইরাকি প্যারামিলিটারি গোষ্ঠীর সদস্যরা লাশগুলো উদ্ধারে সহায়তা করেন। ঘটনাটি ঠিক কবে ঘটেছে, কিভাবে ঘটেছে, তার বিস্তারিত বিবরণ তারা দেননি।

স্থানীয় সামরিক ও মিলিশিয়া বাহিনীর সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করলেও বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

সূত্র: কালেরকন্ঠ